গায়কঃ দলছুট
এলবামঃ জোস্ন্যাবিহার
হাতের উপর হাতের পরশ রবে না রবে না
হাতের উপর হাতের পরশ রবে না
আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না ।। (২)
হাতের উপর হাতের পরশ রবে না রবে না
হাতের উপর হাতের পরশ রবে না
শিশির ঝরুক সকালবেলা
আমাকে তুমি করবে হেলা ।। (২)
আমাকে ভালোবাসবে ঠিকই ।। (২)
কিন্ত আমার হবেনা হবেনা
হাতের উপর হাতের পরশ রবে না রবে না
হাতের উপর হাতের পরশ রবে না
শরৎ শেষে শিউলি ফুলের
গন্ধে আমি উঠবো দোলে ।। (২)
আমার আবেগ চূর্ণ হবে ।।
সেজন বন্ধু সবে না সবে না
হাতের উপর হাতের পরশ রবে না
অল্পে আলাপ উঠবে জমে
জহির গল্প আসবে কমে।। (২)
সারা রাতের গানের কথা ।। (২)
রাত ফুরালেই কবে না কবে না
হাতের উপর হাতের পরশ রবে না রবে না
হাতের উপর হাতের পরশ রবে না
আমার বন্ধু আমার বন্ধু হবে না হবে না ।। (২)
হাতের উপর হাতের পরশ রবে না রবে না
হাতের উপর হাতের পরশ রবে না
Dolchut [Doridro.com] еще тексты
Оценка текста
Статистика страницы на pesni.guru ▼
Просмотров сегодня: 2